বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০১৯

হাসপাতাল থেকে ছাড়া পেল বিশ্বের ক্ষুদ্রতম শিশু!

বিশ্বের ক্ষুদ্রতম শিশু ছবি : ইন্টারনেট


অবশেষে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র শিশু। জাপানের রাজধানী টোকিওর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে শিশুটি। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।

গত আগস্টে জাপানের টোকিওর কিয়ো ইউনিভার্সিটি হাসপাতালে ২৪ সপ্তাহের মাথায় জন্ম হয় শিশুটির। এ সময় তার ওজন ছিল মাত্র ২৬৮ গ্রাম। এত কম ওজন হওয়ায় শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধরে নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসা আর যত্নে ওই শিশুটি এখন সুস্থ। তার ওজন বেড়ে হয়েছে ৩.২ কেজি। গত সপ্তাহে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে শিশুটি। শিশুটির চিকিৎসক ড. টাকেশি আরিমিতসু বলেন, এ পর্যন্ত জন্মানো সবচেয়ে ক্ষুদ্রকায় ছেলে নবজাতক ছিল সে। এর আগে একটি মেয়ে নবজাতক রেকর্ড করেছিল। ২০১৫ সালে ২৫২ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছিল ওই মেয়েশিশুটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১