বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০১৯

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংগৃহীত ছবি


সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহে মানুষের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খবর ইউএনবির।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশে গণমাধ্যমের সকল শাখা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।’

হাছান মাহমুদ সংবিধানের ৩৯ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।

সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে সরকার সাংবাদিকদের সহযোগিতা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ সহযোগিতা অব্যাহত রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১