আপডেট : ২৬ February ২০১৯
                                
                                         চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই আবাসিক হল থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেছে হাটহাজারী থানা পুলিশ। গত সোমবার রাতে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করা হয়। এছাড়া এক হল থেকে বহিরাগত তরুণী আটকের ঘটনায় ওই তরুণী ও এক ছাত্রলীগ কর্মীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার মোফাকে আসামি করে হাটহাজারী থানার উপ-পরিদর্শক অজয় পাল বাদি হয়ে মামলা করেছেন। মোফা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যৈষ্ঠ সহসভাপতি মনছুর আলমের অনুসারী ও বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী। এ বিষয়ে বিলুপ্ত কমিটির জ্যৈষ্ঠ সহসভাপতি মনসুর আলম জানান,মোফা সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। অথচ অস্ত্রগুলো উদ্ধার হয়েছে শাহজালাল হল থেকে।উদ্ধারকৃত অস্ত্রে তার সম্পৃক্ততা নেই।যেহেতু মামলা হয়ে গেছে এটা আমরা আইনি প্রক্রিয়াতেই এটা সমাধান করবো। আর সোহরাওয়ার্দী হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নিয়াজ আবেদীন পাঠান ও সাইফুল হাসানকে আসামিকরে থানার উপ-পরিদর্শক জালালউদ্দিন বাদি হয়ে মামলা করেন। তারা  দুজন শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সাহিত্য সম্পাদক ইমাদ উদ্দিন ফয়সাল পারভেজের অনুসারী ও বগিভিত্তিক সংগঠন একাকারের কর্মী। তাদের সবাইকে দণ্ডবিধির ১৯ নংধারায় অভিযুক্ত করা হয়েছে। শাখা ছাত্রলীগের বিলুপ্তকমিটির উপ-সাহিত্য সম্পাদক ইমাদ উদ্দিন ফয়সাল পারভেজ জানান,অস্ত্র উদ্ধার হয়েছে ২০৬ নংরুম থেকে।কিন্তু তারা এ রুমের না।পরিস্থিতির কারণে তারা এই রুমে আটকা পড়ে।অথচ উক্ত রুমের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়নি।মামলা দিয়ে ছাত্রগুলোর ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে।অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় বগিরাগত এক তরুণীকে আটকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খাইরুল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর ওই তরুণীর অভিভাবকের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জুবাইর উদ্দিন  
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১