আপডেট : ২৫ February ২০১৯
আবাসিক এলাকায় কেমিক্যাল কারাখানা ও গোডাউনের অস্তিত্ব পেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আজ সোমবার সকালে নগর ভবনের সভাকক্ষে এক জরুরী সভায় বক্তব্য দেন তিনি। পুরান ঢাকায় জন নিরাপত্তার পাশাপাশি ব্যবসা টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহম্মেদ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান পুরান ঢাকায় থাকলেও গোডাউন ও কারখানা বাইরে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, 'নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান করা আমাদের প্রধান দায়িত্ব। নগর কর্তৃপক্ষ তার এলাকার নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া এই এলাকার ব্যবসা সম্প্রসারণে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১