আপডেট : ১৭ February ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সগির হোসেন তার স্ত্রী রুফিয়া বেগম ও সহযোগী শাহ আলমের স্ত্রী শরীফা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১