বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০১৯

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শিশুসহ দুই পরিবারের ৮ জনের মৃত্যু

চট্টগ্রামের চাক্তাই এলাকায় বস্তিতে আগুনের ভয়াবহতার দৃশ্য ছবি-সংগৃহীত


শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার একটি বস্তিতে আগুন লেগে ৮ জন মারা গেছেন।

গতকাল শনিবার রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন : রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।

জসিম উদ্দিন জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। আগুনে প্রায় ২০০ বাড়িঘর পুড়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ৮ জনের সাতজনই দুই পরিবারের সদস্য।

পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১