বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০১৯

ভৈরবে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন ওরফে কালা মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ ছবি : বাংলাদেশের খবর


কিশোরগঞ্জের ভৈরবে মাদকের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন ওরফে কালা মিয়া (৩৮)কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার লুন্দিয়া চড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন লুন্দিয়া গ্রামের রমিজ উদ্দীনের পুত্র।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ আলমগীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই মতিউর রহমান ও এস আই হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে আলমগীরকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

এদিকে পলাতক আসামীদের বিরুদ্ধে এসব গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১