আপডেট : ১৫ February ২০১৯
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ শুক্রবার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা স্টোর রুমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আমাদের বেশকিছু হাসপাতাল আছে পুরনো, এগুলোর অগ্নিনির্বাপক ব্যবস্থা আধুনিকায়ন করা প্রয়োজন। আমরা সব হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যালোচনা করে দেখব। তিনি আরো বলেন, আগুনের পর কিছু রোগী হাসপাতালে আছেন। কিছু রোগীকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয়েছে। কালকে (বৃহস্পতিবার) রাত ১০টার পরে হাসপাতালের ১৬টি ইউনিটের মধ্যে ১৪টি ইউনিট চালু করা হয়েছে। সেখানে এখন রোগী ভর্তি আছে। হাসপাতালের দুটি ইউনিট গাইনি ও শিশু ইউনিট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইউনিট দুটি অল্প সময়ের মধ্যে চালু করতে পারবো বলে আশা করছি। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন বলেন, যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন প্রায় এক হাজার ১০০ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। আধা ঘণ্টার মধ্যেই সব রোগীকে উদ্ধার করে হাসপাতালের বাইরে নিরাপদে আনা সম্ভব হয়। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১