আপডেট : ১১ February ২০১৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার মেছের ঘাট এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার গোশালাবাজার এলাকার রাশেদুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৪০) ও একই এলাকার মূত মোজাহার আলীর পুত্র আরিফুল ইসলাম (২৮)। বুড়িমারীতে তাদের ওয়ার্কশপের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে খোরশেদ ও আরিফ পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক মেছেরঘাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১