আপডেট : ০৫ February ২০১৯
এবার নিজ জেলা মাতালেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। গত ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে নবীণবরণ ও বরেণ্য বুদ্ধিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। শুরুতেই নিজের মৌলিক গান ‘ভুল করে যদি কখনো’ গেয়ে দর্শক মাত করেন লিজা। এরপর একে একে পরিবেশন করেন অনেক গান। এ প্রসঙ্গে লিজা বলেন, ‘সবসময় গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, নিজের ভেতর গর্ববোধ করি আমার এলাকার মানুষের সামনে। মহান আল্লাহর অশেষ রহমতে, আমার বাবা, মা, ওস্তাদ, শিক্ষক এবং সর্বোপরি আমার এলাকার মানুষের সহযোগিতায় আমি আজকের লিজাতে পরিণত হয়েছি। তাই ময়মনসিংহের প্রতি সবসময়ই আমার অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা অনুভব করি। এটা সত্যিই ভাষায় প্রকাশের নয়।’ এদিকে আগামী ভালোবাসা দিবসে লিজা তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন ড. শোয়েব আহমেদের কথায় ও নকীব খানের সুর ও সঙ্গীতে ‘ওগো পূর্ণিমা চাঁদ’ গানটি। এর মিউজিক ভিডিওর শুটিং হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১