বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০১৯

নতুন বিজ্ঞাপনে অরুণা বিশ্বাস

অভিনেত্রী অরুণা বিশ্বাস ছবি : সংগৃহীত


নাটক-টেলিফিল্ম আর চলচ্চিত্রে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এ অভিনেত্রী। বিজ্ঞাপনটির চিত্রনাট্য করেছেন আজিশা রহমান। এটি নির্মাণ করেছেন আকাশ আমিন।

রাজধানীর উত্তরায় এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনে অরুণা বিশ্বাস ছাড়া আরো আছেন চিত্রনায়িকা অরিন, অঞ্জলি ও জিদান। নির্মাতা জানান, চলতি মাসেই বিভিন্ন টেলিভিশনে শুরু হবে বিজ্ঞাপনটির সম্প্রচার।

আকাশ আমিন বলেন, ‘রিচ কেমিক্যালের টাইম ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলাম। এতেই মডেল হয়েছেন অরুণা বিশ্বাস ম্যাম। শুটিংয়ে অরুণা ম্যামের অনেক সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আমরা অনেক মজাও করেছি। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শকরা এটি পছন্দ করবেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১