বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

পীরগঞ্জে কোচিং সেন্টারে অভিযান, শিক্ষককে জরিমানা


পীরগঞ্জে সরকারী নিষেধ অমান্য করে কোচিং চালানোর অভিযোগে দুই শিক্ষককে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। আজ রোববার সকালে উপজেলার ব্রাইট স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলে ওই অভিযান চালানো হয়।

জানা গেছে, আজ রোববার উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ব্রাইট স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রধান গেট এবং ক্লাস রুম বন্ধ করে কোচিং ক্লাস নেওয়া হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএমএ মমিন অভিযান চালিয়ে শিক্ষক একরামুল হক এবং শিক্ষিকা রাজিয়া সুলতানাকে হাতেনাতে আটক করেন। পরে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে ওই শিক্ষকদের ২০০ টাকা করে জরিমানা অথবা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেফতারকৃত শিক্ষকরা ভুল স্বীকার করে অঙ্গীকারনামা দিয়ে ২০০ টাকা করে জরিমানা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১