বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

কলাপাড়ায় কৃষকের হাতের কব্জি কর্তন

গ্রেফতার এক

কৃষক হুমায়ন কবিরের বাম হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা ছবি : বাংলাদেশের খবর


গরু সীম গাছ খাওয়ায় গরুর মালিক কৃষক হুমায়ুনের (৩৫) বাম হাত কব্জি বরাবর কেটে ফেলা হয়েছে। এছাড়া ডান হাতের তিনটি আঙ্গুল কেটে দেয়া হয়। ভাইকে বাচাতে ছোট ভাই সাইদুল (১৮) এগিয়ে এলে তাকে কুপিয়ে ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। প্রতিবেশী ছালাম হাওলাদার রামদার কোপে দুই সহোদর রক্তাক্ত জখম করেছে।

গতকাল শনিবার সন্ধায় পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতেই চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে এ ঘটনা আড়াল করতে ছালাম হাওলাদারের স্ত্রী নাসিমা ওরফে সালমা বেগম শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার পরই পলাতক রয়েছে ছালাম।

আহতদের স্বজন শাহআলম মোল্লা জানান, হুমায়ুনের গরুতে পড়শি ছালামের সীম গাছ খেলে গরুটি বেধে রাখা হয়। সন্ধায় ওই গরু আনতে গেলে ছালাম হুমায়ুনের ওপর সশস্ত্র হামলা চালায়।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১