বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০১৯

কালুখালীতে আগুনে পুড়ে ছাই চার দোকান

কালুখালীতে আগুনে পুড়ে গেছে চার দোকান প্রতিনিধির পাঠানো ছবি


রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির মাধবপুর বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান।  এতে ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানের মালিকেরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবলীগ নেতা মো. খলিলুর রহমান।জানান, ময়না বিবির মার্কেটের সাঈদের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পাশে ডা. আলমের ওষুধের দোকান,  মো. নুরু শেখের কাপড়ের দোকান, মামুনের সাউন্ড সিস্টেম এর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আজ শনিবার সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১