বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০১৯

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযুদ্ধ প্রতীকী ছবি


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্ছিত করনে।

পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার রাতে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। এসময় র‌্যাবের টহল দল উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।ি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১