বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০১৯

আমার কাছে তুমি অন্যরকম


গত বছরের ভালোবাসা দিবসের আলোচিত গান ছিল ইমরানের ‘এমন একটা তুমি চাই’। এ গানে ইমরানের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন অভিনেত্রী সাফা কবির। দর্শক-শ্রোতাদের চাহিদার কথা বিবেচনা করে ইমরান আবারো সাফা কবিরকে সঙ্গে নিয়ে নতুন গান ‘আমার কাছে তুমি অন্য রকম’ নিয়ে হাজির হচ্ছেন আগামী ভালোবাসা দিবসে। ‘এমন একটা তুমি চাই’ গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছিলেন নাজির মাহমুদ, গেয়েছিলেন ইমরান, মডেল হয়েছিলেন সাফা কবির এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন ভিকি জাহেদ। ঠিক একই টিম নিয়ে নির্মিত হলো এবার ‘আমার কাছে তুমি অন্য রকম’।

আগামী ৫ ফেব্রুয়ারি সিএমভির ব্যানারে ‘আমার কাছে তুমি অন্য রকম’ প্রকাশ পেতে যাচ্ছে। নতুন এই গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে গাজীপুরের মনোরম লোকেশনসহ রাজধানীর কল্যাণপুরের একটি স্টুডিওতে। গেল সপ্তাহে গানটির মিউজিক ভিডিও নির্মাণকাজ শেষ হয়।

নতুন এই গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘এমন একটা তুমি চাই’ আমার সঙ্গীত জীবনের একটি অন্যতম সফল গান। নিঃসন্দেহে এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ‘এমন একটা তুমি চাই’ গানটির কথা, সুর, সাফার অনবদ্য অভিনয় এবং সর্বোপরি আমার গানের প্রতি শ্রোতা -দর্শকের ভালোবাসাই গানটিকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছে যা আমাকে শিল্পী হিসেবে দেশে-বিদেশে অনেক সম্মানিত করেছে। সবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই নতুন গান ‘আমার কাছে তুমি অন্য রকম’ করেছি। যথারীতি এই গানটিও অসাধারণ হয়েছে।

ইমরানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ইমরানকে বিশেষ ধন্যবাদ আবারো তার একটি ভালো গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য। যথারীতি এবারের গানটিও খুব সুন্দর, রোমান্টিক। সঙ্গীতশিল্পীদের নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন দর্শক এই নতুন গানে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১