আপডেট : ২৪ January ২০১৯
বরিশালের গৌরনদীতে সুদের কারবারিদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে দুই সন্তানের জননী খাদিজা বেগম (২৮) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার উপজেলা বেঁজহার গ্রামের বারেক আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। খাদিজা গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকার সৌদি প্রবাসী লিটন বেপারীর স্ত্রী। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, উপজেলার কাছেমাবাদ গ্রামের সৌদি প্রবাসী লিটন বেপারীর স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা বেগম (২৮) স্বামীর নির্দেশে আত্মীয় স্বজন ও কয়েকজন সুদের কারবারির কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ধার ও সুদে এনে জমি কেনেন। সুদের কারবারিরা সুদাসল টাকা ফেরত পাওয়ার জন্য প্রবাসীর স্ত্রীকে বারবার বলে আসছিলো। ঋণের টাকা নিয়ে সোমবার রাতে মোবাইল ফোনে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে তার স্বামী সৌদি প্রবাসী লিটন বেপারীর ঝগড়াঝাটি হয়। এতে অভিমান করে প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম বুধবার দুপুরে বাবার (বাপের বাড়ির) রান্না ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ বুধবার বিকালে ওই বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গৃহবধুর লাশ আজ বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে পাঠানো হয়েছে বলে ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১