বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

গোয়ালন্দে এইডস সচেতনতায় নাটক


গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে গতকাল বুধবার বিকেলে এইচআইভি এইডস সচেতনতায় নাটক ’নিঃশব্দে ঘাতক’ মঞ্চস্থ হয়েছে। গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের রচনা ও পরিবেশনায় এ নাটকের আয়োজন করে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র।

এ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মঞ্জুর কাদীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহ্মেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের শিক্ষক সাংবাদিক শামীম শেখ, মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশের কর্মকর্তা শেখ রাজিব প্রমুখ।

সম্মিলিত নাট্য দলের নিঃশব্দে ঘাতক নাটকে অভিনয় করেন ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, এরশাদ হোসেন সবুজ, প্রণব ঘোষ, সাধন সাহা, আজিম মন্ডল, আতাউর রহমান, পারভেজ হোসেন এবং শিশু শিল্পী মিতা ও মিতু। পরে সংঙ্গীতানুষ্ঠন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১