বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

ফুলবাড়ীতে কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়িতে গভীর নলকূপ অপারেটর পরিবর্তনের দাবীতে কৃষকদের মানববন্ধন প্রতিনিধির পাঠানো ছবি


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামের দুই শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল শেষে মানবন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, কিছুদিন আগে গভীর নলকুপের অপারেটর আইয়ুব আলী কৃষকদেরকে জিম্মি করে নির্ধারিত টাকার চেয়ে বিঘা প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা অতিরিক্ত নিয়েছিল। এ নিয়ে কৃষকদের সাথে মারামারির ঘটনাও ঘটেছিল। সে কারনে প্রশাসনের হস্তক্ষেপে আইয়ুব আলীকে পরিবর্তন করে ওই এলাকার বায়েজিদ ইসলামকে অপারেটর হিসাবে নিয়োগ দেয়া হয়। বায়েজিদ সুষ্ঠুভাবে নলকুপটি পরিচালনা করে আসছেন। কিন্তু এরই মধ্যে কুড়িগ্রাম বিএমডিএ এর কিছু অসাধু কর্মকর্তা অতি গোপনে আবারো আইয়ুব আলীকে ওই গভীর নলকুপের অপারেটর হিসাবে নিয়োগ দেন।

এতে চরম হতাশায় পড়ে আইয়ুব আলীকে প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক মমিনুল ইসলাম ,আবু সায়েদ, হারুন-অর-রশিদ, লেলিন সরকার, মিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম ,সহিদুল ইসলাম প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১