বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০১৯

অপহরণের ১৫ ঘন্টার পর স্কুল ছাত্রী উদ্ধার


গাজীপুরের শ্রীপুরে অপহরণের মাত্র ১৫ ঘণ্টা পর স্কুল ছাত্রী তাহমিনা আকতারকে (৭) উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা রাবিয়া খাতুন শ্রীপুর থানায় অপহরণ মামলা করেছেন।

স্বজন ও পুলিশ জানায়, ২১ জানুয়ারি সোমবার দুপুরে বেড়াইদেরচালা আইডিয়াল স্কুলের সামনে থেকে কৌশলে অপহরণ করে তাহমিনাকে। পরে বিকালেই তার মায়ের কাছে মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারী শফিউল ইসলাম। পরে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাহমিনাকে উদ্ধার করে।

শ্রীপুর থানর এসআই রাজীব কুমার সাহা জানান, মায়ের কাছে মুক্তিপনের ফোনের সূত্র ধরেই অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরনকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিককে আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। অপহরণকারী শফিউলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১