আপডেট : ২১ January ২০১৯
                                
                                         গত বছরের দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করে সময়ের সেরা জুটিতে পরিণত হয়েছেন অপূর্ব-মেহজাবিন। এই জুটির নাটক বা টেলিফিল্ম মানেই দর্শকের কাছে একটু বাড়তি আগ্রহ। কারণ অপূর্ব ও মেহজাবিনের নাটক মানেই একটি অন্যরকম গল্প, মানসম্পন্ন নির্মাণশৈলী এবং দুজনের মনকাড়া অভিনয়। রোমান্টিক গল্পের নাটকেই দুজনকে বেশি মানায়। তবে সময়ের মেধাবী নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবার তাদের নিয়ে অন্যরকম গল্পে নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ছোট্ট পাখির বাসা’। নাটকটির গল্প দিহানের, চিত্রনাট্য-পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। গত ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বান্নাহর নির্দেশনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। তবে এবারের নাটকের গল্পের বিষয়বস্তু একেবারেই আলাদা। আমার গেটআপ দেখেই তা সহজে অনুমেয়। যারা সত্যিকার অর্থে নাটক ভালোবাসেন, নাটক বুঝেন তাদের জন্যই এ নাটক। নিঃশ্চয়ই যারা আমার অভিনীত নাটক নিয়মিত দেখেন তাদের ভাবনাতো ছিলোই। যে কারণে এই নাটকে অভিনয়ে আমি আরো অধিক বেশি মনোযোগী ছিলাম। আমি খুবই আশাবাদী এ কাজটি নিয়ে। যথারীতি মেহজাবিন অসাধারণ অভিনয় করেছে। আমি মুগ্ধ।’ একই প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্পের শুরু থেকেই ট্রাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার আর অপূর্ব ভাইয়ার রোমান্টিক গল্পের নাটক দেখে অভ্যস্থ, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এই ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরো একটু বেশিই চ্যালেঞ্জিং।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১