বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০১৯

৩৮ ঘণ্টা পর লাশ ফেরত দিল বিএসএফ


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার ৩৮ ঘণ্টা পর গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মগড় সীমান্তের ১৭৪/২ এস পিলারে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে নিহত জাহাঙ্গীর আলম রাজুর (২১) লাশ গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই রাতেই নিহত রাজুর লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ওসি মো. আবদুল মান্নান। তিনি জানান, বিজিবির ধর্মগড় কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম ও বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রাণ কুমারের নেতৃত্বে পতাকা বৈঠকের পর লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে লাশ বুঝে নেন রানীশংকৈল এসি ল্যান্ড সোহাগ কুমার সাহা ও এসআই আজাহার আলী। ভারতের পক্ষ থেকে লাশ হস্তান্তর করেন গোয়ালপুকুর থানার সাব ইন্সপেক্টর মাহাতো। নিহত জাহাঙ্গীর আলম রাজু রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গত শুক্রবার ভোর ৪টার দিকে রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাজু। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১