আপডেট : ২০ January ২০১৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইজি বাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে লিলি আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মান্দারতলী এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিশু লিলি আক্তার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম তাৎক্ষণিক জানা যায়নি। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সকালে ওই শিশু বাড়ী থেকে নানার বাড়ীতে যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে ওড়না পেচিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১