আপডেট : ০৮ January ২০১৯
নেত্রকোনার গাড়ো পাহাড়ের পাদদেশ দুর্গাপুরে কনকনে শীত ও কুয়াশায় কৃষি শ্রমিকরা কর্দমাক্ত জমিতে কাজ করতে পারছেন না। এতে চলতি বোরো চাষ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, বোরো আবাদ মৌসুমে দুর্গাপুরে বইছে তীব্র শীত ও কুয়াশা। এ শীত-কুয়াশায় কৃষি শ্রমিকরা কর্দমাক্ত জমিতে কাজ করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে বোরো আবাদ কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দুর্গাপুরের জাগিরপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, তীব্র শীত না থাকলে এখানে জনপ্রতি দৈনিক ৪০০ টাকা মজুরিতে কৃষি শ্রমিক পাওয়া যায়। কিন্তু এখন কনকনে শীতের কারণে একেকজন শ্রমিককে দৈনিক ৫০০-টাকায়ও পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ে জমি আবাদ করতে না পারলে এখানকার অনেক জমি আবাদ পিছিয়ে যাবে। ফলে আবাদে পিছিয়ে পড়া এসব জমি আগাম বন্যার হুমকিতে পড়তে পারে শঙ্কা প্রকাশ করেন তিনি। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্গাপুরে এবার ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু তীব্র শীত আর কুয়াশার কারণে এ লক্ষ্য অর্জন ঝুঁকিতে পড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১