বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০১৯

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরের মানচিত্র সংগৃহীত ছবি


গাজীপুর জেলার শ্রীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।  আজ বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেরাইদেরচালা আসপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৪) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার প্যারামাউন্ট নামের একটি পোশাক কারখানায় কাজ করতো।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার দুপুরে বাসায় ফেরার পথে ময়মনসিংহগামী একটি বাসের চাপায় সে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

খবর পেয়ে রাসেলের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১