বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৯

জাপা সরকারি না- বিরোধী দলে সিদ্ধান্ত বুধবার


জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তারা বিরোধী দল নাকি সরকারের অংশ হিসেবে থাকবে সে বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।  আজ মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আলোচনা সভায় রাঙ্গা বলেন, ‘আমরা ফলাফলে খুশি নই। জাতীয় পার্টি আরও আসনে জয়ী হওয়ার কথা ছিল।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নতুন এমপিদের একটি যৌথ মিটিং বুধবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি বিরোধী দলে নাকি সরকারের অংশ হিসেবে থাকবে তা মিটিংয়ে নির্ধারণ করা হবে। পরে আমরা বিষয়টি নিয়ে মহাজোটের সাথে আলোচনা করবো।’

তিনি বলেন, যদিও দলের ফলাফল সন্তোষজনক নয়, তবুও জাতীয় পার্টি দ্বিতীয় বৃহত্তম দল। ‘ভবিষ্যতে আমরা জাতীয় পার্টিকে গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবো।’

এলজিআরডি প্রতিমন্ত্রী রাঙ্গা জানান, এখন তাদের প্রধান কাজ হলো জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করা। ‘আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে জাতীয় পার্টি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ার‌ম্যান রওশন আরা মান্নান, আলমগীর শিকদার লোটন এবং বাহাউদ্দিন বাবুল বক্তব্য দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১