আপডেট : ০১ January ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আসন্ন বিপিএলে চিটাগাং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন। চিটাগাং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান, এবার চিটাগাং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনুষ্ঠানে ওয়াহেদ বলেন, ‘অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক, লুক রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সমন্বয়ে এবার আমরা ভালো দল গঠন করেছি। আমরা খুবই আনন্দিত যে মুশফিক আমাদের দলকে নেতৃত্ব দেবেন। এবারের আসর আমাদের জন্য ভালো কিছুই হতে চলেছে বলে আশা করছি।’ আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ৬ষ্ঠ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে চিটাগাং ভাইকিংস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১