আপডেট : ২৯ December ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত কয়েক দিন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে। আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রয়েছে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১