বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০১৮

এম সিরিজের স্মার্টফোন আনছে স্যামসাং


এম সিরিজ নামের নতুন একটি স্মার্টফোন সিরিজ চালুর পরিকল্পনা করছে স্যামসাং। আগামী মাসেই এ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে আসতে পারে। জানা গেছে, প্রাথমিকভাবে গ্যালাক্সি এম১০, এম২০ এবং এম৩০ নামের তিনটি স্মার্টফোন বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

এম সিরিজের এ ফোনগুলোতে থাকতে পারে ইনফিনিটি-ভি ডিসপ্লে। এ ধরনের ডিসপ্লে দেখতে অনেকটা ওয়াটারনচ সমৃদ্ধ ডিসপ্লের মতো। গিকবেঞ্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এম৩০ স্মার্টফোনে থাকতে পারে এক্সিনোস ৭৮৮৫ চিপ, ৪ গিগাবাইট র্যাম, অ্যান্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেম। এম২০ স্মার্টফোনের সম্ভাব্য ফিচারের মধ্যে আছে ৩ গিগাবাইট র্যাম, এক্সিনোস ৭৮৮৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ৮.১ ওএস। সাধারণত এ চিপসেটের সাথে ১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেটআপ ব্যবহারের সুযোগ রয়েছে। সে হিসাবে ফোনগুলোতে ডুয়েল রিয়ার কিংবা ডুয়েল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

এ থেকে ধারণা করা হচ্ছে এ ফোনগুলো হবে বাজেট লাইনআপের। শাওমিকে টেক্কা দেওয়ার জন্য এ সিরিজ চালু করা হচ্ছে বলেও মনে করছেন অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১