আপডেট : ২৮ December ২০১৮
নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দুইটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার দরাপপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থ দোকান মালিক সাইদুল জানান, নাটোরের সদর উপজেলার দরাপপুর বাজারে অবস্থিত সাইদুল ও নাজমুলের পৃথক দুইটি মুদিখানা দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন তীব্র আকার ধারণ করে। এসময় বাজারের নাইট গার্ডসহ অন্যান্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিস ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে সাইদুলের দোকানের দুইটি ফ্রিজসহ প্রায় সাড়ে ৩লক্ষ টাকা এবং নাজমুলের দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১