আপডেট : ২৮ December ২০১৮
                                
                                         এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনুভবে অনুভূতি’। অয়ন চৌধুরীর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাজিরা মৌ, অপর্ণা, ইমন, স্পর্শিয়া, তানভীর প্রমুখ। গল্পে দেখা যাবে, রূপা ও গালিবের বিয়ে হয়েছে প্রায় ছয় বছর। টাকা, গাড়ি-বাড়ি সবই আছে, শুধু নেই ভালোবাসাবাসি। এক সময় তারা মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। দুজনের শেষ ইচ্ছায় তারা ইন্দোনেশিয়ায় আসে বেড়াতে। একই রিসোর্টে হানিমুনে আসে নব-দম্পতি নকীব ও ফাইজা। আনন্দ আর ফুর্তি যেন তাদের প্রতি মুহূর্তের সঙ্গী। অন্যদিকে মিডিয়ায় একের পর এক কাজ করেও সফলতা পাচ্ছে না জারা। আর্থিকভাবে সচ্ছল জারা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বেড়ে উঠেছে অবসরপ্রাপ্ত সচিব নানার কাছে। স্বভাবে ক্ষ্যাপাটে জারা হুট করেই ইন্দোনেশিয়ায় চলে আসে, খুব সহজে যেন সুইসাইড করতে পারে। সেও এসে ওঠে একই রিসোর্টে। আবার রিহানের কাছে জীবন মানে আনন্দ আর উপভোগ করা। সময় পেলেই ঘুরে বেড়ানো তার শখ। প্রকৃতির সৌন্দর্যের হাতছানিতে রিহানও এসে ওঠে প্যারাডাইস রিসোর্টে। আর এমনি করেই এই গল্পের চরিত্রগুলো একে অন্যের খুব কাছাকাছি চলে আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১