আপডেট : ২৭ December ২০১৮
সিঙ্গপুরে দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদের বিরোধীদল জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন সংবাদ সম্মেলন করা হয়নি যেখানে এরশাদ বক্তব্য রেখেছেন। এরই মধ্যে তিনি দলের মহাসচিব পরিবর্তন করেছেন। গত ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেন এরশাদ। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি। এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম। উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরশাদ ‘অসুস্থ’ হলে সিএমএইচে ভর্তি হন। সেখানে ভর্তি থাকা অবস্থায় তিনি এমপি নির্বাচিত হন এবং পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১