আপডেট : ২৭ December ২০১৮
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বুধবার রাতে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন আ.লীগের নেতাকর্মীরা। বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা হলেন, রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যৃগ্ন-আহবায়ক রিয়াজ হোসেন, যুবদল নেতা মানিক, মো: হোসেন, মো: শাহিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। দল পরিবর্তন করা নেতাকর্মীরা বলেন, ‘বিগত ২০ বছরে বিএনপি সরকার এলাকাতে কোনো উন্নয়ন করেনি। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন নীতির প্রতি বিশ্বাস ও আস্থা রেখে এ সিদ্ধান্ত নিয়েছি’। রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা সৃষ্টি করেছিলেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনি। দীর্ঘদিন পর হলেও আপনারা আওয়ামী লীগে যোগদান করলেন। আমরা দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১