আপডেট : ২৭ December ২০১৮
                                
                                         একা ভালো থাকতে চান না বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের জনগণের ভালো-মন্দ, সুখ-দুঃখের সারথী হয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চান তিনি। আর এজন্যই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন নড়াইল এক্সপ্রেস। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া মাশরাফি গত মঙ্গলবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তার এ মনোভাবের কথা ব্যক্ত করেন। নড়াইল জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মাশরাফি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন করার লক্ষ্যে আমি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করছি। নড়াইলবাসী যদি সাহায্য-সহযোগিতা ও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি তাদের পাশে থেকে নড়াইলের উন্নয়নে কাজ করে যেতে পারব। তিনি বলেন, আমি আমার পরিবার নিয়ে ভালোই থাকতে পারতাম। কিন্তু আমি একা ভালো থাকতে চাই না। আমি নড়াইলের জনগণের ভালো-মন্দ, সুখ-দুঃখের সারথী হয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চাই। আমি নির্বাচনে অংশ নিয়েছি এজন্যই। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার চলছে। আসন্ন নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ নড়াইলও সে উন্নয়নের অংশীদার হবে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক বলেন, আমি খেলার মাঠে কখনো প্রতিহিংসা করিনি। রাজনীতির মাঠেও প্রতিহিংসা করতে চাই না। আমার আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। ভোটাররা যদি মনে করেন আমি তাদের ভোট পাওয়ার যোগ্য তাহলে তারা আমাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি আমার প্রতিপক্ষকে শ্রদ্ধা করি-সম্মান করি। তারাও যোগ্য প্রার্থী। জনগণ যাকে চাইবেন তাকেই ভোট দেবেন। মাশরাফি বলেন, আমি আমার এলাকার সব জনগণকে এক চোখে দেখি। আমি কাউকে বড় বা কাউকে ছোট দেখি না। আমি নড়াইলের সন্তান। সবাই আমার কাছে সমান। মতবিনিময় সভায় উপস্থিত নড়াইলের বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের কাছে নড়াইলের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান মাশরাফি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১