বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

সেনবাগে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

সেনবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ছবি : বাংলাদেশের খবর


নোয়াখালীর সেনবাগ উপজোলার ৪ নং কাদরা ইউনিয়নের হিজলী গ্রামে গ্যাস সিলিন্ডা বিস্ফোরনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার সস্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু এর আগেই ওই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, আবদুল মোতালেবের মুদি দোকান, আবদুল ওয়াদুদের মুদি ও মনোহারী দোকান ও রুবেলের কাপড় ও ট্রেইলার দোকান।

স্থানীয় ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ বুধবার দুপুর ১২ টারদিকে উপজেলার কাদরা ইউনিয়নের হিজলী আবদুল মালেকের দোকান থেকে এলজিপি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময আগুন মুর্হুতের মধ্যে পাশ্বের দোকানগুলোতো ছড়িয় পড়ে। এতে নগদ ১লাখ টাকা, একটি জেনেরেটরসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়‘।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১