বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী গ্রেফতার

অধ্যাপক মতিয়ার রহমান সংরক্ষিত ছবি


ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে রাজধানীর রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলার বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। তার স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১