আপডেট : ২৬ December ২০১৮
আমরা চারদিক থেকে অবরুদ্ধ : সালাউদ্দিন আহমেদ। বিশেষ প্রতিনিধি ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন আমরা অবরুদ্ধ ।পুলিশের গ্রেফতার, নির্যাতন আমাদের উপর এবং পক্ষপাত এই সরকারের প্রতি। ঢাকা ৪ এর বিএনপির প্রার্থী সহ নেতাকর্মীদের এই ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং আবার নতুন করে ২টি কদমতলী থানায় গায়েবি মামলা দায়ের করা হয়েছে যাতে করে ভোট কেন্দ্রে আমরা থাকতে না পারি। ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদের পুত্র তানভীর আহম্মেদ রবিন বাংলাদেশের খবর কে বলেন ‘সেনা মোতায়নের পর থেকে অন্য চিত্র দেখছি। পুলিশ এখন আবার নতুনকরে মামলা দিচ্ছে, যাতে করে কোন এজেন্ট ও আমরা দিতে না পারি। বাড়ির চারদিক অবরুদ্ধ। কেউ বেরহলেই গ্রেফতার করছে আব্বা (সালাউদ্দিন আহমেদ) যেয়ে পুলিশের সাথে কথা বললেও কোন লাভ হচ্ছেনা। আমরা চারদিক থেকে অবরুদ্ধ অবস্থায় আছি।' এটা কোন ভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড হতেপারে না ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১