বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

সুবর্ণচরে পিকআপ চাপায় মটর সাইকেল আরোহী নিহত

নোয়াখালীর সুবর্ণচর ম্যাপ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাছ বহনকারী পিকআপ ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুল হক মিঠু (৩৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের বাড়ি জেলা শহর মাইজদীর উজ্জলপুর গ্রামে। 

আজ বুধবার সকাল ৭ টায় সুবর্ণচর উপজেলায় আল আমিন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। চরজব্বর থানার ওসি মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মনিরুল হক মিঠু পিকেএসএফ এর প্রোগ্রাম অফিসার হিসাবে হাতিয়া চানন্দী দ্বীপ উন্নয়ন সংস্থায় কর্মরত।

স্থানীয় এলাকাবাসী ও চরজব্বর থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল আরোহী মিঠু মাইজদী থেকে কর্মস্থলে যাওয়ার পথে সোনাপুর - চেয়ারম্যান ঘাট সড়কের আল আমিন বাজারে এলে বিপরীত দিক থেকে আসা মাছ বহন কারী পিকআপ এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

ওসি মো: নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্বার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পিকআপ ভ্যানটি সোনাপুর ফাঁড়ি থানায় জব্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১