বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

ভৈরবে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

মানচিত্রে ভৈরব সংগৃহীত ছবি


ভৈরবে ট্রাকের ধাক্কায়  আল- আমিন (১৩ ) নামের এক কিশোর নিহত হয়েছে ।  সে উপজেলার শ্রী-নগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের ইকবাল মিয়ার পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পরপরই জনতা চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নেয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকবরনগর বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি খালি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পরে স্থানীয় জনতা চালক মুজিবুর রহমানকে আটক করে। সে নারায়নগঞ্জ বন্দর থানার সাহেদ আলীর পুত্র।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১