আপডেট : ২৬ December ২০১৮
মার্কিন পপ তারকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজ মনে করেন নারীর তুলনায় পুরুষ অনেক বেশি ভঙ্গুর ও সংবেদনশীল। শক্তিশালী ও তেজস্বী নারীর প্রতি তাই এই শিল্পীর অনুরোধ, তারা যেন তাদের পুরুষের প্রতি আচরণের ক্ষেত্রে হিসাব করে চলেন। ‘একজন নারী হিসেবে মনে করি, আমরা সব সময়ই তা করি। আমাদের দুর্বল, সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমার মতে সত্যটা হলো পুরুষ আরো বেশি ভঙ্গুর ও সংবেদনশীল’- বলেন ৪৯ বছর বয়সী এ বিশ্বতারকা। তাই পুরুষের ‘ভঙ্গুর মানসিকতা’র দিকে খেয়াল রেখে তাদের প্রতি আচরণে আরো ‘সচেতন’ হওয়ার কথা বলেছেন জেনিফার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন এ শিল্পী। সংবেদনশীল পুরুষের প্রতি অধিক সচেতন হওয়ার এই আহ্বান বিশেষ করে সেইসব নারীকে করেছেন লোপেজ, যারা ‘শক্তিশালী ও জেদি’। বলেছেন, যেসব পুরুষ খুব একটা ‘আত্মবিশ্বাসী’ নন, আর ‘আত্মনিরাপত্তা’ও নেই, তাদের প্রতি আচরণে পা মেপে অর্থাৎ সতর্কতার সঙ্গে চলতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১