আপডেট : ২৪ December ২০১৮
পাহাড়ী এলাকায় আতংক সৃষ্টিকারী বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক এম এ মান্নান খান (৫৫)। গতকাল রবিবার রাতে নেত্রকোনা ১ আসনের নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা শেষে ফেরার পথে ঝাঞ্জাইল বাজারের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কাকৈরগড়া বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকাস্থ সুসং সমিতির সভাপতি। জানা যায়, রবিবার রাতে নৌকার নির্বাচনী প্রচারণা শেষে মোটর সাইকেল যোগে কৃষ্ণের চর গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। এসময় পিছন থেকে বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১