বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

তালায় নৌকার গণসংযোগ ও নির্বাচনী পথসভা


তালায় নৌকার গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সংগঠনটির আয়োজনে পাটকেলঘাটার সরুলিয়ায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে এই গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা বিজয় করার লক্ষ্যে গণসংযোগ ও পথসভার খবর পাওয়া গেছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার মধ্যে পদ্মা সেতু একটি উল্লেখযোগ্য। দেশে সব সেক্টরে সরকার উন্নয়ন করেছে। তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, কালভাট, ব্রীজ সব কিছুর উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপ-বৃত্তি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, কৃষকদের সার নিয়ে আর মরতে হয়না সহজে সার পাচ্ছে কৃষকরা। এসকল উন্নয়নের কথা তুলে ধরে সকলকে দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। পথসভায় আরও অনেক নেতা-কর্মী সর্থকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১