বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

এফএ সুমনের নতুন মিউজিক ভিডিও প্রকাশ


গতকাল প্রকাশ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমনের নতুন গানের মিউজিক ভিডিও ‘আদরে রাখিও’। গানটির কথা লিখেছেন গীতিকবি অরণ্য ভৌমিক এবং সুর করেছেন মাসুদ আহমেদ। আদরে রাখিও শিরোনামের এই গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন রেমো বিপ্লব।

গানটি সম্বন্ধে জানতে চাইলে কণ্ঠশিল্পী এফএ সুমন বলেন, ‘কথাগুলো বেশ ভালো লেগেছে এবং গানটি গাইতেও আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আশা করি শ্রোতাদেরও বেশ ভালো লাগবে।’

গীতিকার অরণ্য ভৌমিক বলেন, ‘গতকাল গানটি প্রকাশ হয়েছে। সুরকার, কম্পোজার ও গায়ক সবাই বেশ যত্ন দিয়ে কাজটি করেছেন।’

তিনি আরো জানান, জি-সিরিজের তত্ত্বাবধানে নির্মিত এই গানের মিউজিক ভিডওতে রয়েছেন তৌসিফ ও টয়া। ভিডিওটি নির্মাণ করেছেন বিশ্বজিৎ দত্ত ও অতনু আদিত্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১