বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


উন্নয়নের বার্তা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে আজ সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেট পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর আড়াইটায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ জনসভাকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। জনসভায় সিলেটসহ পার্শ্ববর্তী জেলা থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে সিলেটে বড় ধরনের শোডাউন করতে চায় ক্ষমতাসীন দলটি।

সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ড. একে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বৃহত্তর সিলেটে আমাদের যে প্রেরণা জোগাবে, মহাজোটের পক্ষে যে জোয়ার উঠবে সেই জোয়ারে আশা করি আমরা ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করব।

মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন কামরান বলেন, নৌকার বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ও জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিলেটের অনেক সমস্যার সমাধান করেছেন। বাকিগুলোও সুযোগ এলে তিনি সমাধান করে দেবেন। এই বার্তাটিই সিলেটবাসীর জন্য তিনি দিতে পারেন প্রচারণামূলক জনসভায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১