আপডেট : ১৩ December ২০১৮
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখ নৌকা মার্কার সমর্থনে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের এমপির কি কোনো বদনাম আছে। যদি না থাকে, তাহলে আবার নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আমার নির্বাচনী এলাকার ৪ লাখ ৩০ হাজার ভোটারের কাছে ১৮ দিনে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনারা আজ যারা উপস্থিত হয়েছেন তারা নৌকার কথা বলে, আমার কথা বলবেন। আপনারা নৌকার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, বেকারত্ম দূর হয়। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাহিদা আক্তার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধরণ সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, যুবলীগের আহ্বায়ক আলমগীর শেখ, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবু, ফাহিমুল ইসলাম শশী, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ জসিম উদ্দিন বেপারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগম, ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মাকসুদ উল্লা বেপারী, সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীহের নেতাকর্মবৃন্দ।
বুধবার বিকেলে দক্ষিণ বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১