বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০১৮

আশুলিয়ায় থানার জব্দ করা গাড়িতে আগুন


আশুলিয়া থানায় বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার মূল ফটকের সামনে রাখা গাড়িগুলোতে আগুন ধরে যায়।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হুমায়ুন কবীর জানান, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। পরে প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে ঘটনায় জব্দকৃত কয়েকটি প্রাইভেটকার, একটি লেগুনা ও পিকআপভ্যান পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১