বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৮

গলাচিপায় টমটম উল্টে দুই শ্রমিক নিহত, আহত ২


গলাচিপায় টমটম উল্টে দুই শ্রমিক নিহত ও আরো দুই শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার দুপুরে রতনদী তালতলী ইউনিয়নের বড় বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন, মো.কাওসার হোসেন (৩৮) ও মহাসিন (৩৫)। গুরুতর আহত অবস্থায় শাহিন মিয়া (২৫) ও মো.জলিল হাওলাদার (২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গলাচিপা লঞ্চঘাট থেকে কাঁটাখালী মানিকচাঁদ মাদ্রাসায় বাঁলি দিয়ে ফেরার পথে বড় বাঁধ এলাকায় টমটম উল্টে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত টমটম জব্দ করা হয়েছে। নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১