আপডেট : ০১ December ২০১৮
জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের মতো ধর্মীয় সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি বিল তোলা হয়েছে। ওই সংগঠনগুলো দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য ‘হুমকি’ বলে উল্লেখ করা হয়েছে বিলে। ইন্ডিয়ানা রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান টুলসি গ্যাবার্ডের উত্থাপিত ওই বিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পাঠানো হয়েছে। ‘বাংলাদেশে সক্রিয় ধর্মীয় গোষ্ঠীগুলোর গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ’ শিরোনামের ওই বিলে নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট গ্রুপগুলোর সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব ও তহবিল সংগ্রহের পথ বন্ধ করতেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রতি আহ্বান জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১