আপডেট : ২৯ November ২০১৮
নেত্রকোনা জেলা কৃষক লীগের সদস্য একে এম মাসুদ ওরফে ফারককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃকত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক লীগের সদস্য ফারুক (৫২) নেত্রকোনা পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। তিনি একজন ঠিকাদার ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পাশের বাড়ির আত্মীয় সজল মাস্টার, নিলু ও ইকবালদের সঙ্গে ফারুকেদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল প্রায় ৫০ বছর ধরে। এ বিরোধে তাদের ডজন খানেক মামলাও রয়েছে। এ বিরোধের জের ধরে ফারুককে হত্যা করা হতে পারে। নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার ব্যবস্থা হচ্ছে। আসামি ধরতে চলছে অভিযান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১