বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

‘নির্বাচন করতে পারবেন না মায়াও’

মোফাজ্জল হোসেন চৌধুরী সংরক্ষিত ছবি


শাসনতন্ত্রের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার অধিক সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন না। যদি তিনি (দণ্ডিত ব্যক্তি) ইতোমধ্যে খালাসও পান বা মুক্তিও পান; মুক্তি লাভ করার পরও তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এ অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও খালাস পেয়েছেন এবং এ আদেশ তার জন্যও প্রযোজ্য হবে। তিনি বলেন, ২৭ নভেম্বর হাইকোর্টে ৫টি দরখাস্ত দাখিল হয়েছিল। আমান উল্লাহ আমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মশিউর রহমান ও আবদুল ওহাব এ দরখাস্ত করেন। দরখাস্তে তারা বলেছিলেন, তারা দণ্ডপ্রাপ্ত কিন্তু তারা নির্বাচন করতে চান। এজন্য তাদের দণ্ড ও সাজা যাতে স্থগিত করা হয়। এ বিষয়ে আমি মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনে এ বক্তব্য দিয়েছিলাম। আমাদের শাসনতন্ত্রের ৬৬ অনুচ্ছেদ মতে কোনো ব্যক্তি দুই বছর বা তার অধিক সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত হন নৈতিক স্খলনজনিত কারণে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন না। যদি তিনি ইতোমধ্যে খালাসও পান বা মুক্তিও পান, মুক্তি লাভ করার পরও তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। যারা দরখাস্ত করেছিলেন হাইকোর্ট তাদের দরখাস্ত খারিজ করেন এ অনুচ্ছেদের ওপর নির্ভর করে। মাহবুবে আলম বলেন, আবেদনকারী পাঁচজনের মধ্যে একজন এজেডএম জাহিদ হোসেন আপিল বিভাগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি দরখাস্ত করেছিলেন। সব পক্ষের কথা শুনে আপিল বিভাগ কোনো রকম স্থগিত করেননি, কোনো আদেশও প্রদান করেননি। ফলে হাইকোর্ট বিভাগের আদেশটি আপিলে বহাল আছে। অর্থাৎ যে ব্যক্তিরা নৈতিক স্খলনজনিত কারণে অন্যূন দুই বছর দোষী সাব্যস্ত হবেন তারা কোনো রকম নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদি ইতোমধ্যে তারা মুক্তও হয়ে যান অর্থাৎ খালাসপ্রাপ্তও হন তাদেরও পাঁচ বছরকাল অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও খালাস পেয়েছেন। এ আদেশ তার জন্যও প্রযোজ্য হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমার বক্তব্যও তাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১